Published:
নতুন কম্পিউটার ব্যবহারকারীকে যদি উপদেশ দিতে পারি, তাহলে সেটি হবে "আধুনিক কম্পিউটার ব্যবহার করা বন্ধ করুন" । যদি আপনি সাধারণ ব্যবহারকারী হন তাহলে আধুনিক কম্পিউটারের দরকার নেই। ৯৫% এর বেশি মানুষ এখনও ২০০৮ অথবা এরও আগের কম্পিউটার কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারেন। Recent Machine শুধু তাদের দরকার যারা ঃ
পুরোনো ThinkPads গুলো এখনও অনেক মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমিও ThinkPads অনেক পছন্দ করি। তাছাড়া পুরোনো ThinkPads গুলোতে এখনও দৈনন্দিন সাধারণ কাজ খুব ভালোভাবে করা যায়। ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, লেখালেখি, প্রোগ্রামিং, টুকটাক এডিটিং, গান শোনা ও মুভি দেখা ইত্যাদি সবকিছুই করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আমি বেশি টাকা খরচ করে নতুন কম্পিউটার কিনতে যাব, যদি আমার কাজ সাধারণ লেভেলের হয়? যদি আমার কাজ পুরোনো কম্পিউটার দিয়ে সম্পন্ন হয় তাহলে নতুন কম্পিউটারের দরকার কী? অনেকে লোক দেখানোর জন্য বেশি টাকা খরচ করে কম্পিউটার কিনে। তারা মনে করে আমার কম্পিউটার পাওয়ারফুল। কিন্তু দিন শেষে দেখা যায় তারা তার পাওয়ারফুল কম্পিউটার দিয়ে বেসিক লেভেলের কাজকর্ম করে থাকে। তাহলে বেশি টাকা দিয়ে কম্পিউটার কিনে কী লাভ? চাইলেই পুরোনো কম্পিউটারগুলো আবার ব্যবহার করা যায়।