Mortuza Ahmmed

Confusion

Date:

আজ বুধবার। প্রতিদিনের মতে আজকেও কম্পিউটারের সামনে বসে রয়েছি। ই-মেইল চেক করছি। মিউজিক শুনছি। আমার ক্লাসিক্যাল মিউজিক শুনতেই বেশি ভালো লাগে। ক্লাসিক্যাল মিউজিক মাইন্ড রিফ্রেশের ক্ষেত্রে ভালো কাজে দেয়। মন খারাপ তাই এটি কাজে আসছে না। মনে অনেক প্রশ্ন ভীড় করছে । একটি বিশেষ প্রশ্ন মাথায় ঘুর পাক খাচ্ছে। যখনই এ রকম প্রশ্ন মাথায় এসেছে তখনই আমি আমার কন্ট্রোল হারিয়েছি। তাই আমি ঠিক করেছি অন্য একজনের সাথে বিষয়টি শেয়ার করতে। জানি না কী হবে। কাউকে বা কোনো কিছু ভালো লাগলে আমি কাউকে বলতে পারি না। আমি এ রকমই । তাই চিন্তা করছি বিষয়টি আরেকজনের সাথে আলোচনা করতে। আমি একটু অদ্ভুত। এ বিষয় নিয়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি।

একজনকে ভালো লেগেছে। কিন্তু তাকে বলার মতো সাহস আমার এই মুহূর্তে নেই । আমি বরাবরই এ সব বিষয়ে কাঁচা । ভালো তো যে কাউকেই লাগতে পারে তাই নয় কী? কিন্তু ভালো লাগলেই বলতে হবে? কিছু ভালো লাগা অন্য রকম হয়ে থাকে। আসলে বলে প্রকাশ করা যায় না। অনুভূতিগুলো বিশেষ রকমের হয়। ডোপামিন হরমোনের ক্ষরণ ঘটায় । যার ফলস্বরূপ ভালো লাগা কাজ করে । যা এই মুহূর্তে আমার ক্ষেত্রে লক্ষ্য করা যায়।